fbpx

জর্জ ফ্লয়েড হত্যা: পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের মিনেয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে। শুক্রবার আদালাত এই রায় ঘোষণা দেয়।

রায় ঘোষণার সময় বিচারক পিটার কাহিল বলেন, ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার করে ডেরেক চোভিন জর্জ ফ্লয়েডের ওপর যে নিষ্ঠুরতা দেখিয়েছেন, সেই কারণেই এই সাজা ভোগ করতে হবে।

জর্জ ফ্লয়েড হত্যা: পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

নিহত আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড। ছবি: সংগৃহীত

ফ্লয়েডের পক্ষের আইনজীবী বেঞ্জামিন এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।

মিনেসোটা রাজ্যের আইন অনুযায়ী চৌভিন ১৫ বছরের কারা ভোগ করার পর জামিনের জন্য আবেদন করতে পারবেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের রায় শোনার জন্য শুক্রবার আদালত প্রাঙ্গণে হাজির ছিলেন শত শত মানুষ। অনেকেই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। তাদের দাবি চৌভিনের অপরাধের জন্য এই সাজা যথেষ্ট নয়।
রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসনও।

গেল বছর মে মাসে, জাল নোট ব্যবহারের অভিযোগে পুলিশি হেফাজাতে মৃত্যু হয় ৪৮ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড। ফ্লয়েডের ঘাড়ে হাঁটু গেড়ে বসে নির্মম ভাবে নির্যাতন চালান পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। এতে শ্বাসবন্ধ হয়ে মারা যান ফ্লয়েড।

ফ্লয়েড হত্যার নয় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে গোটা বিশ্বই তীব্র নিন্দা জানায়।

জর্জ ফ্লয়েড হত্যা: পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

ফ্লয়েড হত্যার পর বর্ণবাদবিরোধী আন্দোলনে ফুঁসে উঠেছিল যুক্তরাষ্ট্র। ছবি: বিবিসি

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে ফুঁসে ওঠে বর্ণবাদবিরোধী আন্দোলন। কৃষ্ণাঙ্গদের ওপর নির্যাতনের প্রতিবাদে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বেই।

Advertisement
Share.

Leave A Reply