fbpx

টানা চতুর্থবার লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত তিন আসরের চ্যাম্পিয়ন, এবার জিতে লিগ কাপের ইতিহাসে লিভারপুলের টানা চার শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসালো ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালা দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের ঘরোয়া লিগে যে কয়টি শিরোপা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন লিগ কাপ তাদের অন্যতম, এবারও তার ব্যতিক্রম হয়নি। টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুললো সিটিজেনরা।

টানা চতুর্থবার লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

ছবি: টুইটার

রবিবার (২৫ এপ্রিল) রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে স্পার্সরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে জয় সূচক গোলের দেখা পায় সিটিজেনরা। বেলজিয়ামের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ফ্রিকিক থেকে হেড দিয়ে গোল করেন ফরাসি ডিফেন্ডার লাপোর্তে।

টানা চতুর্থবার লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

ছবি: টুইটার

ম্যাচের ৬৩ শতাংশ বল দখলে ছিল সিটিজেনদের। গোলবারে শট নেওয়ার ক্ষেত্রেও আধিক্য ম্যান সিটির। স্বাগতিকদের জাল লক্ষ্য করে সিটিজেনরা ২১ শট নেয়, যার মধ্যে চারটি অন দ্যা টার্গেটে শট ছিলো।

টানা চতুর্থবার লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

ছবি: টুইটার

১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা চারবার শিরোপা উৎসব করেছিল লিভারপুল। অলরেডদের সর্বাধিক আট শিরোপা জয়ের রেকর্ডেও ভাগ বসালো পেপ গার্দিওয়ালার শিস্যরা।

টানা চতুর্থবার লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

ছবি: টুইটার

মাঠে ৮ হাজার দর্শকের সামনে হেরে গিয়ে নিজেদের শিরোপাক্ষরা আরও দীর্ঘ করল টটেনহ্যাম হটস্পার্স। ২০০৮ সালে লিগ কাপে সবশেষ শিরোপা জিতেছিল স্পার্সরা। সব সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে চারটি ফাইনালে হারলো টটেনহ্যাম।

Advertisement
Share.

Leave A Reply