fbpx

টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৯৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ২৭ জনের শরীরে। টিকা নেবার পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো, জ্বর, শরীরে সামান্য ব্যথা, টিকা দেওয়ার স্থানে লাল হাওয়া ইত্যাদি।

২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৪৮৯ জন এবং নারী ৬৮ হাজার ৯৫০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগে ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ৮৩৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৯৪১ জন ও সিলেট বিভাগে ৮ হাজার ২৮৮ জন রয়েছেন।

করোনার টিকা কার্যক্রমে রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করছে।

Advertisement
Share.

Leave A Reply