fbpx

ট্রেনের অগ্রিম টিকেটের টাকা ফেরত পাচ্ছে যাত্রীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২২শে জুন মধ্যরাত থেকে ঢাকার সাথে সব জেলার ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রেল মন্ত্রণালয়। বাতিল হয়ে যাওয়া ভ্রমণের অগ্রিম টিকেটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার সকাল থেকে অগ্রিম টিকেটের টাকা স্টেশনের কাউন্টার থেকে ফেরত দেওয়া শুরু হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম গণমাধ্যমকে জানান, ‘যেসকল যাত্রীরা ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন, তাদেরকে শুক্রবার থেকে আগামী ৩০ জুন বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টার মধ্যে টিকিট ফেরত দিয়ে টাকা বুঝে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

পরিস্থিতি স্বাভাবিক হলে ৩০শে জুনের পর থেকে ট্রেন চালাচল শুরু করার আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply