fbpx

ডর্টমুন্ডের হারের দিনে জিতল বায়ার্ন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাঝে এক ম্যাচের জন্য হয়েছিল ছন্দপতন, তবে বুন্ডেসলিগায় আবার চেনা রূপে ফিরল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের মাঠে শুরুর দিকে পিছিয়ে গিয়েও ৩-১ গোলের সহজ জয় পেয়েছে টেবিল টপাররা। অন্যদিকে আরেক ম্যাচে কোলনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড।

স্টুটগার্টের বিপক্ষে বায়ার্ন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। তবে প্রথম গোলটা পায় স্বাগতিক দলই। ম্যাচের কুড়িতম মিনিটে ডি বক্সে বাড়ানো ক্রস থেকে জালের ঠিকানা খুঁজে পান ফরাসি মিডফিল্ডার তঁগি কলিবালি।

পিছিয়ে পড়েও অবশ্য জয় পেতে তেমন কোনো সমস্যা হয়নি সফররতদের। প্রথমার্ধের শেষ সময়ে কোমান ও লেভানদোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

ডর্টমুন্ডের হারের দিনে জিতল বায়ার্ন

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধেও টুকটাক আক্রমণ হয়েছে, বায়ার্নের তৃতীয় গোল পেতে সময় লেগেছে ৮৭ মিনিট। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কস্তার গোলে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে আটবারের চ্যাম্পিয়নরা।

৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। কোলনের বিপক্ষে হেরে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ডর্টমুন্ড। অন্যদিকে আর্মিনিয়াকে ২-১ গোলে হারানো লাইপজিগ ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

Advertisement
Share.

Leave A Reply