fbpx

ডায়েটই কাল হয়েছিলো শ্রীদেবীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তাঁর মৃত্যুর পার হয়ে গেছে ৫ বছর। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে আফসোস ও আলোচনা থামেনি। শ্রীদেবী। বলিউডের রানী বলা হতো তাকে। হঠাৎই তাঁর মৃত্যুতে অনেকেই যেনো বিশ্বাসই করতে পারছিলেন না। কেনো এমন হলো? শ্রীদেবীর মৃত্যুকে স্বাভাবিক ঘোষণা দেওয়া হলেও খুব কি স্বাভাবিক ছিলো?

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যু হয়। তাঁর হঠাৎ মৃত্যু সবার কাছে বিস্ময়ের ছিল। কারণ, তাঁর কোনো রোগের কথা শোনা যায়নি। পুরোপুরি সুস্থ ছিলেন।

দুবাইয়ের এক হোটেলে মৃত্যু হয় তাঁর। হোটেলের শৌচাগারের বাথটাবে তাঁকে মৃত্যু অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই রাতে ঠিক কী ঘটেছিল? সম্প্রতি শ্রীদেবীর স্বামী চিত্রনির্মাতা বনি কাপুর দ্য নিউ ইন্ডিয়ানকে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীর মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন।

বনি সাক্ষাৎকারে শ্রীদেবীর মৃত্যু সম্পর্কে বলেন, ‘নিজেকে স্লিম রাখার পাগলামি ভর করেছিল তার মাথায়। সে সব সময় চাইত নিজেকে সুন্দর দেখাতে আর নিজেকে শেপে রাখতে। আর তাই অনেক সময় নিজেকে সে ক্ষুধার্ত রাখত। অনেক সময় ডায়েট করত। এমনকি নুন পর্যন্ত খেত না। আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল, তখন থেকে দেখেছি যে তার ব্ল্যাকআউটের সমস্যা আছে। চিকিৎসক জানিয়েছিলেন যে তার নিম্ন রক্তচাপের সমস্যা আছে। আর তাই চিকিৎসক তাকে নুন খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসক বলেছিলেন সালাদের ওপর নুন ছিটিয়ে খেতে। কিন্তু সে কারও কথা কানে তুলত না।’

‘এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, একটা দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল। আমি এ ব্যাপারে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, তখন তদন্ত চলছিল। আর আমাকে নানান জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা তদন্তে জানতে পেরেছিল, এর মধ্যে কোনো চক্রান্ত নেই। আমি নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিলাম তখন। তার মধ্যে লাই ডিটেক্টর টেস্ট, আরও অনেক কিছু ছিল। রিপোর্টে সাফ বলা হয়েছিল যে এটা দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল।’

বনি জানান, তিনিও শত চেষ্টা করে শ্রীদেবীকে এই পাগলামির হাত থেকে বাঁচাতে পারেননি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি অনেকবার চেষ্টা করেছি তাকে বোঝানোর। কিন্তু কোনো লাভ হয়নি। ডাক্তাররা তাকে খাবারে নুন খেতে বলতেন। কিন্তু সে কথা শুনত না। সে ডিনার নুন আর চিনি ছাড়া অর্ডার দিত। সে ভাবত নুন খেলে “ডবল চিন” হবে।’

Advertisement
Share.

Leave A Reply