fbpx

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় একদিনে আগের সব রেকর্ড ভেঙে ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এই নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১১৪ জন।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৫৮৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন। ঢাকার বাইরে ৭৪২ জন।

দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। তবে এবার ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবাইকে সচেতন হতে হবে।

Advertisement
Share.

Leave A Reply