fbpx

ড্রেন, খাল, লেকে পয়ঃনিষ্কাশন নিষিদ্ধ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্চের মধ্যে ঢাকা উত্তর সিটির আওতায় থাকা সকল বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার অবৈধ পয়ঃনিষ্কাশন লাইন, ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয় থেকে বিচ্ছিন্ন করতে হবে। নিজ উদ্যোগে পরিবেশ সম্মত সেপটিক ট্যাংক অথবা শোষণ ক্ষমতা সম্পন্ন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ডিএনসিসি।

৩১ মার্চ রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনরে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে আরো জাননো হয়, স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয়ে পয়ঃনিষ্কাশন লাইন দেওয়া আইন অনুযায়ী নিষিদ্ধ। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

যাদের বাসাবাড়ি ও স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে সংযোগ দেয়া আছে, ৩১ মার্চের মধ্যে সেসব সংযোগ বিচ্ছিন্ন করে নিজস্ব ব্যবস্থাপনা তৈরি করতে না পারলে উত্তর সিটির বাসিন্দাদের গুনতে হতে পারে জরিমানা।

Advertisement
Share.

Leave A Reply