fbpx

ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ৬ দিন গ্যাসের চাপ কম থাকবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আগামীকাল ৬ নভেম্বর রবিবার হতে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত গ্যাস সরবরাহে সমস্যা হতে পারে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) সঞ্চালন লাইনের কাজের কারণে এই সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

যেখানে বলা হয়, জিটিসিএল কর্তৃক ৬ নভেম্বর হতে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টিলিজেন্ট পিগিং (স্বয়ংক্রিয় পদ্ধতিতে পাইপ লাইনের ময়লা পরিষ্কার করা) কাজ করা হবে।

এ কাজের সময়ে তিতাস গ্যাসের অধীভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে অথবা স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এছাড়া এসব এলাকাতে গ্যাসের অল্প চাপ থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

Advertisement
Share.

Leave A Reply