fbpx

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ কিলোমিটারজুড়ে যানবাহনের সারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকেই ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত এ সড়কে যান চলাচল বাড়তে থাকে। এতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রায় চার কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এ কারণে সেতুর টোল প্লাজায় যানবাহনের সারি তৈরি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে অল্প সময়ের মধ্যে টোল দিয়ে যানবাহনগুলো সেতু পার হচ্ছে বলেও জানিয়েছে তারা।

সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, সেতু দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ ও সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের কেউটচিরায় প্রায় চার কিলোমিটারে যানবাহন ধীরগতিতে টোল প্লাজা অতিক্রম করছে।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি সার্ভিস এরিয়া-১ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ধীরগতিতে যানবাহন পারাপার করছে।

Advertisement
Share.

Leave A Reply