fbpx

ঢাকা-১৭ আসনে নৌকার মাঝি হলেন আরাফাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।

আজ ( ৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের প্রধান ও আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর এই আসনটিতে এমপি ছিলেন চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

আসনটির আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন মোট ২২ জন। তারা হলেন: প্রয়াত ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা মো. সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মু. নজরুল ইসলাম তামিজি, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন। এ ছাড়া মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মো. মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আব্দুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য তাহসিন মাহবুব, বনানী থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাছির, তাঁতী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম।

Advertisement
Share.

Leave A Reply