fbpx

তীব্র তাপদাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটে গতকাল সন্ধ্যার পর থেকেই হাওয়া শীতল হচ্ছিল। রাত ৯টার সময় থেকে শুরু আকাশে বিদ্যুত চমকাতে শুরু করে। তারপরেই রাত ১০টার দিকে নামলো ঝুম বৃষ্টি। শুধু বৃষ্টিই না রীতিমতো শিলাবৃষ্টি হয়েছে। গরমে অতীষ্ট মানুষ পেলো একটু শান্তির খোঁজ। তবে শিলাবৃষ্টিতে অনেকটা নাজেহাল অবস্থাই হয়েছে। তারপরও দীর্ঘ তাপদাহের পর বৃষ্টি স্বস্তি ছড়িয়েছে পুরো সিলেট নগর জুড়ে।

বুধবার (১৯ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে নগরে বৃষ্টি শুরু হয়। প্রায় ১৭ দিনের তীব্র তাপদাহের পর বৃষ্টি নগরবাসীকে স্বস্তির পরশ দিলেও  ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষকে কিছুটা ভোগান্তিতে ফেলে। এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, সিলেট বিভাগের কিছুকিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে; যা আগামী রোববার পর্যন্ত চলবে। সেই হিসেবে সিলেটে ঈদের দিন বৃষ্টি থাকতে পারে।

Advertisement
Share.

Leave A Reply