fbpx

দর্শক পছন্দের তালিকায় ‘বড় মেয়ে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিজানুর রহমান আরিয়ান ২০১৭ সালে নির্মাণ করেছিলেন নাটক ‘বড় ছেলে’। এতে অভিনয় করেছিলেন অপূর্ব-মেহজাবিন। নাটকটি ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল নাইনে প্রচারিত হয়েছিল। প্রচারের পরপর বেশ জনপ্রিয়তা পেয়েছিল নাটকটি।

এবার ২০২৩ এসে লিমন আহমেদের রচনায় তরুণ নির্মাতা শাহাজাদা ইসলাম শায়খ নির্মাণ করেছেন ‘বড় মেয়ে’ নামের একটি নাটক। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত ‘বড় মেয়ে’ নাটকটি ঈদের নাটকের পছন্দের সেরা তালিকায় রয়েছে দর্শকের।

ইউটিউবে প্রকাশের পরপরই দর্শক রুনা খানের বেশ প্রশংসা করছেন নাটকটিতে অভিনয়ের জন্য।

এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠছে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস এ নাটকটি সবশ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে।’

নাটক প্রসঙ্গে পরিচালক শাহাজাদা ইসলাম শায়খ বলেন, ‘এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।’
নাট্যকার লিমন আহমেদ বলেন, ‘বহু বছর আগে ঋত্বিক ঘটক ‘মেঘে ঢাকা তারা’ নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান৷ আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেবে ‘বড় মেয়ে’।’

প্রযোজক জুলকারনাইন ভুঁইয়া জানান, ‘বড় মেয়ে নাটকটি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ৭ জুলাই।’

এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply