fbpx

দশম অস্ট্রেলিয়ান ওপেন টাইটেল জিতলেন জোকোভিচ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্যারিয়ারের দশম অস্ট্রেলিয়ান ওপেন টাইটেল জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে গ্রিক তারকা স্টেফানো সিৎসিপাসকে টানা তিন সেটে হারান তিনি। আর এতেই জিতলেন ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্ল্যাম।

প্রথম সেটে নিজের চিরচেনা ছন্দেই খেলতে থাকেন জোকোভিচ। সেটি জিতে নেন ৬-৩ ব্যবধানে। পরের সেটে কামব্যাক করেন সিৎসিপাস। ৬-৬ সমতায় সেই সেট গড়ায় টাইব্রেকারে। তবে সেই সেটও জিতে নেন সার্বিয়ান তারকা।

তৃতীয় সেটও গড়ায় টাইব্রেকারে। তবে আবারও জোকোভিচের অভিজ্ঞতার কাছে পরাস্ত হন সিৎসিপাস। ৭-৫ ব্যবধানে সেই সেট জিতে নেন জোকোভিচ।

তিন ঘণ্টা বুক চিতিয়ে লড়াই করেও স্বপ্নভঙ্গ হয়েছে সিৎসিপাসের। ক্যারিয়ারে তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও ছুঁতে পারলেন না শিরোপা। এর আগেও ২০২১ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে হেরেছিলেন সিৎসিপাস।

অপরদিকে এ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের দশম গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন জোকোভিচ। যা তার পুরো ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্ল্যাম।

Advertisement
Share.

Leave A Reply