fbpx

দুই বছর পর চৈত্র সংক্রান্তি উৎসবে মেতেছে গোটা দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চৈত্র মাসের শেষ দিন আজ। একইসঙ্গে ঋতুরাজ বসন্ত ও বাংলা বছরের শেষ দিন। দিনটি সবার কাছে চৈত্র সংক্রান্তি নামেই পরিচিত।

পুরোনো সব ব্যথা ভুলে, জরাজীর্ণতা মুছে ফেলে সবাই বাংলা নববর্ষ উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ৩০ চৈত্র, বাঙালির কাছে চৈত্র সংক্রান্তি নামে পরিচিত।

বাংলার ঘরে ঘরে এটিও বেশ উৎসবমুখর পরিবেশে পালিত হয়। পহেলা বৈশাখের চেয়ে এর গুরুত্ব কোনো অংশে কম নয়। এটি আমাদের আবহমান বাংলা ঐতিহ্যের ধারক ও বাহক।

প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন। এদিন ব্যবসায়ীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তারা সকল হিসেব নিকেষ চুকিয়ে নতুন হালখাতা খোলে। আর ঘরে ঘরে চলে মিষ্টি, মুড়ি, মুড়কি বিতরণ।

মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। চৈত্র সংক্রান্তিতে দেশজুড়ে চলছে নানা ধরনের মেলা ও উৎসব। হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি।

এর আগের দুই বছর করোনাভাইরাসের কারণে পহেলা বৈশাখসহ সব ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। চৈত্র সংক্রান্তি উপলক্ষে কোনো অনুষ্ঠানও ছিল না। তবে এবার বৈশাখ পালনের প্রস্তুতিতে ব্যস্ত গোটা দেশ।

Advertisement
Share.

Leave A Reply