fbpx

দেশবাসীকে ধর্মীয় বিভেদমুক্ত দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় বিভেদমুক্ত দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘ বাঙ্গালির জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয়ে আসুন, বাংলাদেশকে একটি সুখি-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিবেসে গড়ে তুলি। যেখানে বৈষম্য থাকবে না, মানুষে-মানুষে ভেদাভেদ থাকবে না, থাকবে না ধর্মে-ধর্মে কোনো বিভেদ।‘

করোনা মাহামারির জন্য গেল দুই বছর পর বর্ষবরণের আয়োজন হচ্ছে এবার। উৎসবের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

ভাষণে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য তিনি করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে দায়ি করেন। নিত্যপ্রয়োজনিয় জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষের জীবনযাপনের স্বস্তি আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply