fbpx

দেশের শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রবীণদের কল্যাণে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। পর্যায়ক্রমে দেশের শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

প্রতিমন্ত্রী শনিবার ‘বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর উপর কোভিড-১৯ এর প্রভাব ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রবীণদের জন্য সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের সরকারি শিশু পরিবারে প্রবীণদের জন্য সীমিতাকারে শান্তি নিবাসের ব্যবস্থা করা হয়েছে। দেশের ০৮ টি বিভাগে ০৮ টি সরকারি শিশু পরিবারে প্রবীণ নিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গত ২০২০-২১ অর্থবছরে ১১২টি উপজেলায় শতভাগ বয়ষ্ক নাগরিককে ভাতার আওতায় আনা হয়েছে। চলতি অর্থবছরে আরও ১৫০ টি উপজেলার শতভাগ বয়ষ্ককে ভাতার আওতায় আনা হবে।

ভাতা কার্যক্রমের পাশাপাশি প্রবীণদের চিকিৎসায় সহায়তার জন্য দেশে ডায়াবেটিক হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল ও হার্ট ফাউন্ডেশন স্থাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

Advertisement
Share.

Leave A Reply