fbpx

দেশে করোনায় কমছে মৃত্যু ও শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৯৭২ জনে।

১৬ হাজার ৮৪৮ জনের নমুনা পরীক্ষায় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ১ হাজার ৫১৪ জন।

১০ মে সোমবার গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৫ হাজার ২৭ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শুধু এপ্রিল মাসেই দেশে ২ হাজার ৪০৪ জন করোনায় মারা যান, আক্রান্ত হন ১ লাখ ৪৭ হাজার ৮৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে থাকে। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়ছে ।

প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মাঝখানে কয়েক মাস শনাক্তের চেয়ে সুস্থ বেশি ছিল। যার ফলে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমে আসছিল। কিন্তু মার্চ থেকে আবারও চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, যা এখন পর্যন্ত কখনো বাড়ছে, কখনো কমছে। আর দেশে করোনার সংক্রমণ রোধে দফায় দফায় লকডাউন চলছে।

Advertisement
Share.

Leave A Reply