fbpx

ধোনিকে ছাড়িয়ে গেলেন সাউদি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একজন ফাস্ট বোলার আরেকজন উইকেটরক্ষক ব্যাটার। এখন প্রশ্ন উঠতে পারে বোলারের সাথে ব্যাটারের তুলনা কিভাবে চলে?

বলছিলাম, কিউই পেসার টিম সাউদির কথা। যিনি ওয়েলিংটন টেস্টে ইতোমধ্যেই ছক্কা মারার দিক দিয়ে ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনিকে। টেস্ট ক্রিকেটে ১৩১ ইনিংসে সাউদির এখন ৮২টি ছক্কা, ১৩ ইনিংস বেশি খেলা মহেন্দ্র সিং ধোনির ছক্কা ৭৮টি। রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ছয় ছক্কায় ৪৯ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলার পথে সাউদি একে একে পেছনে ফেলেছেন ধোনি (৭৮), কেভিন পিটারসেন (৮১), মিসবাহ-উল-হক (৮১) এবং ম্যাথু হেইডেনকে (৮২)।

শুধু ধোনি-হেইডেনদেরই নয় এই কীর্তি গড়তে গিয়ে সাউদি অনেক আগেই পেছনে ফেলেছেন রিকি পন্টিং (৭৩), শচীন টেন্ডুলকার (৬৯), এবি ডি ভিলিয়ার্স (৬৪), ডেভিড ওয়ার্নারদের (৬৪) মতো ব্যাটারকে। সামনে এখন শুধুই এন্ড্রু ফ্লিনটফ (৮২), ভিভ রিচার্ডস (৮৪), ক্রিস কেয়ার্নস (৮৭), ব্রায়ান লারা (৮৮), বীরেন্দর শেওয়াগ (৯১), জ্যাক ক্যালিস (৯৭), ক্রিস গেইল (৯৮), অ্যাডাম গিলক্রিস্ট (১০০), ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) এবং বেন স্টোকস (১০৯)।

Advertisement
Share.

Leave A Reply