fbpx

নতুন করে পানির দাম বাড়াতে পারবে না ওয়াসা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা ওয়াসা নতুন করে আর পানির দাম বাড়াতে পারবে না বলে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, ২০২০-২১ অর্থবছরে ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীকে সাড়ে তিনটি করে মূল বেতন ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ হিসেবে প্রণোদনা দেওয়াকেও অবৈধ ঘোষণা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা ঢাকা ওয়াসার আবেদনের শুনানি শেষে বুধবার (২৯ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে ওয়াসার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এম মাসুম ও মাহসিব হোসাইন। অপরদিকে রিটের পক্ষে ছিলেন ড. এম শামসুল আলম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

এর আগে ২০২১ সালের ১৭ আগস্ট ২০২০-২১ অর্থবছরে ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীকে সাড়ে তিনটি করে মূল বেতন ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণার ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত।

Advertisement
Share.

Leave A Reply