fbpx

নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৭৫ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নন-এমপিওভুক্ত এক লাখ ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীদের প্রায় ৭৫ কোটি টাকা এককালীন অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংকটে পড়া এসব মানুষকে সহায়তা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বুধবার অনুদান দেওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। যেখান থেকে একজন শিক্ষক ৫ হাজার এবং কর্মচারী আড়াই হাজার টাকা করে পাবেন বলেও জানান তিনি।

সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন শিক্ষক, কর্মচারী এবং কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারী এই আর্থিক সহায়তা পাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

আরও বলা  হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে ৪৬ কোটি ৬৩ লাখ টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে ২৮ কোটি ১৮ লাখ এককালীন অনুদান হিসেবে প্রদান করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। পাশপাশি তারা কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রতি।

Advertisement
Share.

Leave A Reply