fbpx

নভেম্বরেও আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি নভেম্বর মাসেও দেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়ে বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। অতি ভারি বর্ষণ ঘটিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং । সেসময় বরিশালে দেশের সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নভেম্বর মাস শুরু হলেও বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা হতে পারে।

এর আগে গেল ২৪ অক্টোবর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে।

Advertisement
Share.

Leave A Reply