fbpx

নাম বদলে তুরস্ক এখন ‘তুর্কিয়ে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাষ্ট্রীয় নাম বদলে তুরস্ককে এখন থেকে ডাকা হবে ‘তুর্কিয়ে’ নামে। আঙ্কারার অনুরোধে জাতিসংঘ দেশটির নতুন এই নাম দিয়েছে।

গত বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দেশের নতুন নামকরণ নিয়ে প্রচার শুরু করেছিলেন।

সে সময় এরদোয়ান বলেছিলেন, ‘তুর্কিয়ে নামটিই সবচেয়ে ভালোভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।‘

জাতিসংঘ বলছে, তারা এ সপ্তাহে তুরস্কের কাছ থেকে নাম বদলের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া মাত্রই পরিবর্তনের কাজটি সেরে ফেলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তুরস্কের বেশিরভাগ মানুষ ইতোমধ্যে তাদের দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। তারপরও ইংরেজি তুরস্ক নামটিই ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে, এমনকি খোদ তুরস্কেও এ নাম ব্যবহার হচ্ছে।

তবে দেশটির এই নাম পরিবর্তন নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারি কর্মকর্তারা এ পদক্ষেপ সমর্থন করেছেন।

আরেক দল বলেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান দেশে অর্থনৈতিক সংকটের মধ্যে আগামী বছর নির্বাচনের প্রস্তুতি নেওয়ার এই সময়ে এই নীতি কাজে আসবে না।

তবে এটিই প্রথম নয়, যেখানে দেশের নাম পরিবর্তন হয়েছে। এর আগে ২০২০ সালে নেদারল্যান্ডস তাদের নাম পরিবর্তন করেছিল।

তার আগে মেসিডোনিয়া গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে তাদের নাম পরিবর্তন করে নর্থ মেসিডোনিয়া করে। ২০১৮ সালে সুইজারল্যান্ডও নাম পরিবর্তন করে রাখা হয় এসোয়াতিনি।

শুধু তাই নয়, ইতিহাসের পাতা উল্টালেও ইরানকে একসময় বলা হত পার্সিয়া। শুধু তাই নয়, শ্যাম এখন থাইল্যান্ড এবং জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল রোডেশিয়া।

Advertisement
Share.

Leave A Reply