fbpx

না ফেরার দেশে মিলখা সিং

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সবাইকে একসময় পরাজিত হতে হয় মৃত্যুর কাছে। আর মৃত্যুর ডাক কেউ উপেক্ষা করতে পারেনা। আর সেই ডাকেই সাড়া দিলেন ভারতের অন্যতম সেরা অ্যাথলেট মিলখা সিং। করোনায় আক্রান্ত হয়ে ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

‘দ্য ফ্লাইয়িং শিখ’ বা ‘উড়ন্ত শিখ’ উপাধি পাওয়া মিলখা সিং চারবার এশিয়ান গোল্ড মেডেল বিজয়ী  হয়েছিলেন। এমনকি ১৯৬০ এর রোম অলিম্পিকে চারশ মিটার দৌড়ে তিনি চতুর্থ হয়েছিলেন।

তার জীবনী নিয়ে বলিউডে ‘ভাগ মিলখা ভাগ’ নামের চলচ্চিত্র নির্মাণ হয়েছিল ২০১৩ সালে।

গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। চণ্ডীগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার(১৮ জুন) রাতে মৃত্যু হয় এই ‘উড়ন্ত সিং’ এর।

Advertisement
Share.

Leave A Reply