fbpx

নিউইয়র্কে ‘ঢালিউড-মিউজিক অ্যাওয়ার্ড’ পেলেন যারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্ববৃহৎ শেষ হয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২১ তম আসর। স্থানীয় সময় রবিবার (২৫ জুলাই) রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবারের আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম।

এবারের ‘ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেশ ও প্রবাসের ১৭ জন (সংগীতশিল্পী, অভিনেতা ও নাট্য পরিচালক) পেলেন ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস।

২১তম আসরে নিউইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম পুরস্কারপ্রাপ্ত ১৭ জন শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেন। বাংলাদেশি শিল্পী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী ও কলাকুশলীরাও পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

সেরা ব্যান্ড : নগর বাউল (জেমস)

জনপ্রিয় ব্যান্ড : চিরকুট,

সেরা গায়ক : তাহসান খান

সেরা প্রতিভাবান গায়ক : প্রতীক হাসান

সেরা লোকগীতি শিল্পী (যৌথভাবে) : সেলিম চৌধুরী ও রেশমি মির্জা

বিশেষ ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড : মেহের আফরোজ শাওন

ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড উত্তর আমেরিকা : প্রমি তাজ, মো. তরিকুল ইসলাম মিঠু, আফতাব জনি, মেহজাবিন মাহবুব খুশবু।

সেরা ঢালিউড সংগীত পরিচালক : জাকের খান মজলিশ।

সেরা নাট্য পরিচালক : সৈয়দ আর ইমন।

সেরা নাট্য অভিনেতা : তরিকুল ইসলাম মিঠু, ইয়াং ট্যালেন্টেড ঢালিউড অ্যাওয়ার্ড (যৌথভাবে) : ফাতিহা আয়াত ও প্রিসিলা।

আজীবন সম্মাননা : দিলরুবা খান।

এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন এবারের নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ‘আমাদের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডসের ২১তম আসর সর্বত্রই সফল হয়েছে। এবারের আসরের পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

Advertisement
Share.

Leave A Reply