fbpx

নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পিলখানা হত্যাকাণ্ডের একযুগ পূর্ণ হলো আজ। এতে নিহত সেনা কমর্কর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিহতদের শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাঁদের সামরিক সচিবদ্বয় পুষ্পস্তবক অর্পণ করেন।

নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

ছবি: সংগৃহীত

করোনার কারণে স্বশরীরে উপস্থিত না হতে পারায় রাষ্ট্রপতির পক্ষে মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর পক্ষে মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিন বাহিনীর প্রধান ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও তাঁদের সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নিহতদের স্বজনরা এই নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিডিআর) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ করেন এ বাহিনীর কিছু সদস্য। চলে নারকীয় হত্যাকাণ্ড। দুই দিনব্যাপী সেই বিদ্রোহ শেষে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। যে হত্যা মামলার বিচার আজও পূর্ণতা পায়নি।

Advertisement
Share.

Leave A Reply