fbpx

নৃত্যব্যক্তিত্ব পণ্ডিত বিরজু মহারাজ আর নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উপমহাদেশের কিংবদন্তি নৃত্যব্যক্তিত্ব পণ্ডিত বিরজু মহারাজ মারা গেছেন। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রবাদপ্রতিম এই শিল্পী। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ভারতীয় গণমাধ্যম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিরজু মহারাজ একাধারে নাচ, তবলা ও কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন। আঁকতেন ছবিও।

তাঁর জন্ম কত্থকের ‘মহারাজা’ পরিবারে। সাত পুরুষ ধরেই তাঁদের পরিবারে কত্থক নৃত্যের চর্চা। দুই কাকা শম্ভু মহারাজ ও এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত শিল্পী। বিরজু মহারাজের নাচের গুরু ছিলেন তাঁর বাবা অচ্চন মহারাজ।

শিল্পসাধক বিরজু মহারাজের জন্ম ১৯৩৮ সালে, ৪ ফেব্রুয়ারি।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/319327010110586

Advertisement
Share.

Leave A Reply