fbpx

পরিচালক এবার নায়ক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমা দিয়ে ঘরে তুলেছেন সেরা নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে একজন অভিনেতা হিসেবেও রিজুর সুনাম আছে। কাজ করেছেন কিছু ফিকশনে।

এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘মধ্যবিত্ত’ সিনেমায়। এ ছবি পরিচালক রিয়াজুল রিজুর অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র দুই ঘণ্টা দশ মিনিট সেন্সর হয়ে মুক্তির অপেক্ষায়।

এখানে তার সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা এলিনা শাম্মি।

১৫ নভেম্বর রাতে রাজধানীর একটি হোটেলে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন তারা। সিনে মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক তানভীর হাসান।

রিজু-শাম্মি ছাড়াও এতে অভিনয় করবেন সমু চৌধুরী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীন ও ওমর মালিক প্রমুখ ।

পরিচালক তানভীর হাসান বলেন, ‘সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে। যা দেখে আশা করি দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবনার অনেক খোরাক যোগাবে। ছবিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনার আগে আমি ‘মধ্যবিত্ত’ সিনেমার মহরত অনুষ্ঠান করেছিলাম। কিন্তু করোনার কারণেই কাজ শুরু করতে পারিনি। এখন সার্বিক অবস্থা ভালো মনে হচ্ছে। তাই কাজটা শুরু করেছি।’

পরিচালক এবার নায়ক

রিয়াজুল রিজু এ সিনেমায় কাজের প্রসঙ্গে বলেন, ‘গল্পটা শুনে আমার ভালো লেগেছে তাই রাজি হলাম। আমি আগে থিয়েটারে যুক্ত ছিলাম। তাই অভিনয়ের সাহসটা দেখালাম। আশা করছি দর্শকরা আমাকে ভালোবভাবে নেবেন। আমি তাদের মুগ্ধ করতে পারবো।’

এলিনা শাম্মি বলেন, ‘আশা করছি ভালো একটা ছবি হতে যাচ্ছে। গ্রাম আর শহরের রাজনৈতিক গল্প নিয়ে ছবি। আমার চরিত্রটি এমন যে সব কিছু জয় করে নেয় তার সাহসের জোরে।’

পরিচালক জানান, আগামী মাসে প্রথম সপ্তাহে টাংগাইলে ধলেশ্বরী চরে বিভিন্ন লোকেশনে হবে ছবিটির শুটিং।

Advertisement
Share.

Leave A Reply