fbpx

পাঁচ বছর ইলিশ রপ্তানি করা যৌক্তিক হবে না : শ ম রেজাউল করিম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী পাঁচ বছর ইলিশ রপ্তানি না করার পক্ষে মত দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গ্রামের অনেক মানুষ দাম এবং সহজলভ্য না হওয়ার কারণে ইলিশের স্বাদ নিতে পারেন না। তাদেরকে ইলিশের স্বাদ নেয়ার সুযোগ করে দিতে আগামী ৫ বছর ইলিশ রপ্তানি থেকে বিরত থাকার কথা জানালেন মন্ত্রী।

শ ম রেজাউল করিম বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলের এক যুগে ইলিশ উৎপাদনে সাফলতা এসেছে। অবৈধ জাল নির্মূল, ইলিশ নিয়ে গবেষণা, ডিম ছাড়ার সুযোগ করে দিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, জাটকা নিধনসহ বেশকিছু উদ্যোগ ও কঠোর নজরদারির কারণে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে বলে জানালেন মন্ত্রী।

৬ জানুয়ারি সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটানা দায়িত্ব পালনের যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায়, আবার জ্বালাও পোড়াও কর্মসূচি দিতে চায়, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply