fbpx

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের হার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ দল। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ১৪৬ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলী রাব্বি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিলো টাইগাররা। দলীয় ২৫ রানে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মেক-শিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেন ১১ বলে ১০ রান। মিরাজের আউট হওয়ার পর দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার সাব্বির রহমান। সাব্বিরের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৪ রান।

দুই ওপেনারের ফিরে যাওয়ার পর আফিফ-লিটনের ৫০ রানের জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। তবে ১২ ওভারের পর আবারও চাপে পড়ে টাইগাররা। নেওয়াজের বলে পর পর দুই উইকেট বাংলাদেশকে ছিটকে দেয় ম্যাচ থেকে। লিটন ফেরেন ২৬ বলে ৩৫ রান করে। অন্যদিকে, রানের খাতা খোলার আগেই আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৩ ম্যাচ বলে ২৫ রান করে আফিফ ফিরে গেলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায়। অধিনায়ক নুরুল হাসানও ছিলেন ব্যর্থ, ৯ বলে করেন ৮ রান। শেষ পর্যন্ত ২০০ স্ট্রাইক রেটে পাঁচ চার আর দুই ছক্কার মারে ২১ বলে অপরাজিত ৪২ রান করলেও রাব্বি দলকে জেতাতে ব্যর্থ হন। বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে।

পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ৪ ওভারে ২৫ রানে দুই উইকেট তুলে নেন নেওয়াজ। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন হারিস রউফ, শাদাব খান এবং শাহনেওয়াজ দাহানি।

এর আগে শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে রিজওয়ানের ৫০ বলে ৭৮ রানের ইনিংসের কল্যানে পাঁচ উইকেট হারিয়ে ১৬৭ রানের লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে চার ওভারে ২৫ রানে দুই উইকেট নিয়েছেন তাসকিন। এছাড়াও, একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং হাসান মাহমুদ।

Advertisement
Share.

Leave A Reply