fbpx

পাকিস্তান শিবিরে দুশ্চিন্তার ছায়া, সতর্ক অবস্থানে শ্রীলঙ্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি দেখায় সবশেষ জয়টা এসেছিল ৫ বছর আগে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৪টি টি-টোয়েন্টি হেরেছে পাকিস্তান। তাই দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালের আগে পাকিস্তান শিবিরে দুশ্চিন্তার ছায়া রয়েই যাচ্ছে। অপরদিকে, দারুণ ছন্দে থাকা শ্রীলঙ্কা একমাত্র দল হিসেবে সুপার ফোরে সবগুলো ম্যাচ জিতেই ফাইনালে উঠেছে। তবুও, ফাইনালের সাথে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা রয়েছেন সতর্ক অবস্থানে।

“এখন পর্যন্ত আমাদের পারফর্ম্যান্স দারুণ হচ্ছে। তবে পাকিস্তান সহজ প্রতিপক্ষ নয়। সুপার ফোরের মতো ফাইনালের ম্যাচটাও জিতে নিতে চাই”-বলছিলেন শানাকা

লঙ্কানদের জন্য সবচেয়ে স্বস্তির ব্যাপার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছন্দে ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। নিঃসন্দেহেই ফাইনালেও অধিনায়ক তার উপরই ভরসা রাখবে। এছাড়াও, পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্দিস দুজনই আছেন এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটারের তালিকায়।

অন্যদিকে, আসরের হট ফেভারিট পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে ব্যর্থ, ফিনিশিংয়েও শাদাব খান-আসিফ আলীরা পুরোপুরি আস্থা মেটাতে পারছেন না। তবে, বল হাতে নাসিম শাহ-শাদাব খান-নেওয়াজরা বেশ ভালো অবস্থানেই আছেন। পরিসংখ্যানের দিক থেকে সফল শ্রীলঙ্কাকে টপকে পাকিস্তানিরা আজকের ফাইনালে ‘লঙ্কান জুজু’ কাটাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Advertisement
Share.

Leave A Reply