fbpx

পোল্যান্ডে সমকামীদের বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পোল্যান্ডে সমকামীদের সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। শনিবার রাজধানী ওয়ারশ শহরে এই বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। পোল্যান্ডের ইতিহাসে এটাই সমকামীদের সবচেয়ে বড় বিক্ষোভ।

পোল্যান্ডে সমকামীদের বিক্ষোভ

পোল্যান্ডের ইতিহাসে এটাই সমকামীদের সবচেয়ে বড় বিক্ষোভ। ছবি: বিবিসি

আন্দোলনকারীদের দাবি, দেশটিতে দিন দিনই এলজিবিটি কমিউনিটির ( লেজবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার) ওপর বৈষম্য বাড়ছে।

বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নামেন তারা। সমঅধিকার আদায়ের দাবিতে এ সময় প্রকাশ্যেই সঙ্গীকে চুমু দেন তারা।

পোল্যান্ডে সমকামীদের বিক্ষোভ

ছবি: বিবিসি

এরমধ্যেই পোল্যান্ডের ডানপন্থি প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এলজিবিটি কমিউনিটিকে কমিউনিজমের থেকেও খারাপ বলে বর্ণনা করেছেন। তিনি সমলিঙ্গের বিয়ে ও সমকামী দম্পত্তিদের শিশু দত্তক নেয়া বন্ধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটিতে সমলিঙ্গের দম্পতিরা শিশু দত্তক নিতে পারেন না। তবে স্থানীয় কর্তৃপক্ষ ঐতিহাসিকভাবে এই ধরনের দম্পত্তিদের সিঙ্গেল বাবা অথবা মা হিসেবে সন্তান দত্তক দেয়ার অনুমতি দিয়ে থাকে।

তবে চলতি বছর শুরুতে, দেশটির বিচার বিভাগ দত্তক নেয়ার বিষয়ে তাদের জন্য এই আইনি ফাঁকটুকুও বন্ধ করে দেয়ার প্রস্তাব দেয়।

দেশটির বেশ কয়েকটি শহরেই ‘এলজিবিটি মুক্ত জোন’ বলে ঘোষণা করা হয়েছে।

গেল বছর আইএলজিএ ইউরোপের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশের মধ্যে পোল্যান্ডেই এলজিবিটিকিউ অধিকারের অবস্থা সবচেয়ে বেশি খারপ।

Advertisement
Share.

Leave A Reply