fbpx

প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চটগ্রামে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

ইংলিশদের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই টাইগার ওপেনার রনি তালুকদার এবং লিটন দাস। ইনিংসের দ্বিতীয় বলে একটি বাউন্ডারি হাঁকান লিটন। এরপর নিজের ইনিংসের প্রথম বলেই স্যাম কারানের বলে চার মারেন রনি। ব্যাস, তখন থেকেই শুরু। এরপর একের পর এক চারের মার মেরে ইংলিশ বোলারদের তুলোধুনো করতে থাকেন রনি।

৩ ওভার শেষে যখন বাংলাদেশের সংগ্রহ ৩২ রান তখনই বোলিংয়ে আসেন লেগস্পিনার রশিদ খান। সেই ওভারের তৃতীয় বলে রশিদের বলে বোল্ড আউট হন রনি। এরপরের ওভারে পেসার জোফরা আর্চারের বলে আউট হন লিটন (১২)।

ছন্দে থাকা ব্যাটার রনি তালুকদার আউট হওয়ার পর ব্যাটিং করতে নেমেছিলেন শান্ত। এরপর আউট হতে দেখেন আরেক সেট ব্যাটার লিটন দাসকে। তবে কিছুই যেন দমাতে পারেনি ওয়ানডাউনে ব্যাট করতে নামা ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।

ম্যাচের ষষ্ঠ ওভারে ইংল্যান্ড দলের দ্রুততম বোলার মার্ক উডের চার বলে চারটি বাউন্ডারি হাঁকান শান্ত। এরপর আদিল রশিদ, স্যাম কারান কিংবা মঈন আলী সবার বিপক্ষেই সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই নিজের ফিফটি তুলে নেন শান্ত।

শান্তকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন আরেক ব্যাটার তৌহিদ হৃদয়। তবে দলীয় ১০৮ থেকে ১১২ রানের মধ্যে দুই সেট ব্যাটার হৃদয় এবং শান্ত আউট হলে কিছুটা শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে অধিনায়ক সাকিব আল হাসান এবং আফিফ হোসেন তেমন কোনো অঘটন ঘটতে দেননি। তাদের দুইজনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ৬ উইকেট এবং ১২ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা। সাকিব অপরাজিত ৩৪ রানে এবং আফিফ অপরাজিত থাকেন ১৫ রানে।

ইংলিশদের হয়ে জোফরা আর্চার, আদিল রশিদ, মঈন আলী এবং মার্ক উড নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরু থেকেই অনেকটা দেখেশুনে খেলতে থাকে তারা। প্রথম ওভারেই ৯ রান তোলে ইংল্যান্ড। শুরুটা ভালো করতে পারেননি তাসকিনও। ম্যাচের পঞ্চম ওভারের তৃতীয় বলে সেট ব্যাটার জস বাটলারের ক্যাচ মিস করেন সাকিব। এরপর থেকেই আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন দুই ইংলিশ ব্যাটার ফিল সল্ট এবং জস বাটলার।

তবে ১০ ওভারের শেষ বলে নাসুম আহমেদের বলে সল্ট আউট হলে কিছুটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে। সল্ট ফেরেন ৩৩ বলে ৩২ রান করে। তবে উইকেটের অপরপ্রান্তে অপরাজিত ছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এরপর দুই ব্যাটার বেন ডাকেট এবং বাটলার মিলে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করতে থাকেন।

তবে দলীয় ১৩৫ রানের মধ্যেই এই দুই সেট ব্যাটার আউট হলে ম্যাচে ফিরে টাইগাররা। ডাকেটকে ফেরান মুস্তাফিজুর রহমান এবং বাটলারকে ফেরান হাসান মাহমুদ। এরপর বাংলাদেশী বোলারদের চমৎকার ডেথ বোলিংয়ে কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। যার ফলে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থামে ইংলিশদের ইনিংস।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নিয়েছেন সর্বোচ্চ দুইটি উইকেট। এছাড়াও সাকিব, মুস্তাফিজ, তাসকিন এবং হাসান প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

Advertisement
Share.

Leave A Reply