fbpx

প্রথম টেস্টের আগে ডমিঙ্গোর সন্তুষ্টি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে মাঠে নামার আগে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। ফলাফল ড্র হলেও তামিম ইকবালের সেঞ্চুরি এবং ইবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমানের তিন উইকেট প্রাপ্তি বেশ আশার সঞ্চার করছে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মনে।

ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, ‌’তিন দিনের ম্যাচটি ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট ও তৃপ্ত। ব্যাটসম্যানরা উইকেটে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে। বোলাররা মাঝের ওভারগুলোয় আঁটসাঁট বোলিং করেছে। প্রথম টেস্টে নামার আগে আমরা দারুণ সময় কাটিয়েছি।’

টেস্টের আগে চোটে পড়ে টেস্ট দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তবে, এসব নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে নারাজ এই কোচ। দলের বাকিরা সুস্থ আছে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি, ম্যাচের আগে এই উইকেটে অনুশীলনের সুবিধা কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেন, ‌’আজকের অনুশীলন ভালো হয়েছে। যে ভেন্যুতে আগে খেলেছি, সেটিতে আবার ফিরতে পেরে ভালো লাগছে। এ মাঠে অনেক বাতাস। এর উইকেট ও কন্ডিশন এমনই। তবে আমরা উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। রাব্বি (ইয়াসির আলী) ছাড়া সবাই ফিট আছে। প্রত্যেকেই প্রথম টেস্ট খেলার জন্য বিবেচনায় আছে।’

Advertisement
Share.

Leave A Reply