fbpx

প্রিন্স নয়, গিবসন চলে যাওয়ায় পাপনের আক্ষেপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুধবার বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। মুখে পারিবারিক সমস্যার কথা বললেও ইতোমধ্যে সবাই বুঝতে পেরেছে, তাঁর জায়গায় জেমি সিডন্সকে স্থলাভিষিক্ত করার ব্যাপারটাই প্রিন্স মেনে নিতে পারেননি। তাই তাঁর এমন অভিমানী সিদ্ধান্ত। তবে তাতে বেশ খুশিই হয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাফ কথা, প্রিন্স যাওয়ায় ক্রিকেটারদের আক্ষেপ না থাকলেও সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন চলে যাওয়ায় তাঁদের বড় ক্ষতি হয়েছে। এমনকি নতুন পেস বোলিং কোচ না পাওয়া পর্যন্ত সাবেক কোচ চম্পকা রমানায়েকেও ফিরিয়ে আনতে পারে বিসিবি।

“প্রিন্স নয়, আমাদের বড় ক্ষতিটা হয়ে গেছে গিবসন চলে যাওয়ার পর। পেসাররা সবাই বলেছে তাঁর কাছ থেকে ওরা অনেক কিছু শিখেছে”-জানিয়েছেন পাপন

নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই জাতীয় দলের পেস বোলিং কোচের পদটি খালিই পড়ে আছে। এই পদের জন্য সংক্ষিপ্ত তালিকায় প্রথমে শন টেইট থাকলেও, বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বিসিবির সম্ভাব্য কোচের তালিকায় দুই-একজন নতুন পেস বোলিং কোচের পাশাপাশি চম্পকা রমানায়েকের নামও শোনা যাচ্ছে।

এমন ইঙ্গিত দিয়েই বিসিবি সভাপতি জানান, “বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে আমরা এমন কাউকে খুঁজছি, যার কোনো জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। এর আগ পর্যন্ত চম্পকাও কাজ করতে পারেন।”

Advertisement
Share.

Leave A Reply