fbpx

ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর তেজগাঁও ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

সোমবার (২ অক্টোবর,২০২৩) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (৩ অক্টোবর,২০২৩) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক এসআই সুনীল চন্দ্র সুত্র ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জানা যায় নিহত ব্যক্তি মোবাইল ফোনে কথা বলার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস নামের ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

 

Advertisement
Share.

Leave A Reply