fbpx

ফেব্রুয়ারিতে ফ্রান্সে ‘রাত জাগা ফুল’, মার্চে যাবে অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সীমানা পার হয়ে এবার মীর সাব্বির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’ ফ্রান্সে যাচ্ছে।

খবরটা সাব্বির নিজেই জানিয়েছেন এক ভিডিও বার্তায়। তিনি জানান, প্যারিসে পাথেগুমো সিনেমা হলে ১৮ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ছবিটি।  এই হলে ‘রাত জাগা ফুল’ এর ১৬টি শো অনুষ্ঠিত হবে।

ভিডিও বার্তায় মীর সাব্বির বলেন, ‘এই সিনেমা আপনাকে হাসাবে, কাঁদাবে। মোট কথা আপনার দুই ঘণ্টা সময় নষ্ট হবে না। কারণ, এই দুই ঘণ্টা আপনাকে একটি নতুন বাংলাদেশকে দেখাবে।’

ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন মীর সাব্বির। আরও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, তানভীর প্রমুখ।

সাব্বির বিবিএস বাংলাকে জানান, মার্চে অস্ট্রেলিয়ার সিডনিতেও সিনেমাটি দেখানোর কথা আছে। এরই ধারাবাহিকতায়  সুইজারল্যান্ডে যাবে ছবিটি।

Advertisement
Share.

Leave A Reply