fbpx

বাংলাদেশের উইকেটের সমস্যার কারণেই ব্যাটসম্যানরা ডট খেলছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিপক্ষে গতকাল বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসের ৩০০ বলের মধ্যে ‘ডট’ খেলেছেন ১৫৯টি। এর আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তো আরও বেশি। সেদিন তানজিম-সাকিবরা মোট ১৭৫টি বল ডট খেলেছেন। কিউই পেসার লকি ফার্গুসনের করা ৬০ বলের মধ্যে ৪৪টি ডেলিভারিতে কোনো রান নিতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

কেনো এত ডট বল খেলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা? পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক পাকিস্তানের সংবাদমাধ্যমে এক অনুষ্ঠানে এর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন। ‘প্যাভিলিয়ন’ নামে সেই অনুষ্ঠানে মালিকের সঙ্গে আরও ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, সাবেক উইকেটরক্ষক মঈন খান ও সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক।

মালিক বাংলাদেশে খেলার অভিজ্ঞতা থেকে বলেন, ‘বাংলাদেশের সব উইকেট একরকম। তাদের অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে। উইকেটগুলো এমন কঠিন থাকে যে ডট বল খেলতেই হয়। ব্যাটসম্যানরা ক্রিজে গিয়ে সেট হতে পারেন না। সে কারণে ডট বল খেলে উইকেট বোঝার চেষ্টা করে। এরপর বাউন্ডারি থেকে রান করার চেষ্টা করে। জাতীয় দলেও খেলার ঠিক একই ধরন দেখা যায়।’

এই পাকিস্তানি অলরাউন্ডার বাংলাদেশের উইকেট আর কন্ডিশনকে দোষ দিয়ে বলেন, ‘প্রতিভা আছে। অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। তবে যারা বিশ্বকাপে খেলছে, তারাই ওদের সেরা। আমরা যখন লিগ খেলি সেখানে, তখন এরাই ধারাবাহিক পারফর্ম করে। তবে লিগগুলো টি-টোয়েন্টি সংস্করণে হয়। টি-টোয়েন্টিতে অনেক সময় ছোট পারফরম্যান্সও অনেক বড় হয়ে যায়। দলগুলো যখন বাংলাদেশে খেলতে যায়, তখন বাংলাদেশের কন্ডিশনে ভালো করার চ্যালেঞ্জ থাকে। ঘরের মাঠে টার্ন থাকে, বল নিচু হয়ে আসে। যদি মিরপুরে খেলি, অনেক সময় তো ১১০ রানই করা কঠিন হয়ে যায়।’

Advertisement
Share.

Leave A Reply