fbpx

বাংলাদেশ নিয়ে কথা বলেছেন মেসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্রিকেটপাগল লাল-সবুজের এ জনপদ ফুটবলকে কতটা ভালোবাসে সে চিত্র দেখা যায় প্রতি চার বছর পর আয়োজিত ফুটবল বিশ্বকাপ আসরে। ব্যতিক্রম ছিলনা এবারের কাতার বিশ্বকাপও। লাতিন আমেরিকার দেশ আর্জন্টিনার হয়ে মধ্যরাতে গলা ফাটিয়েছিল বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

মেসির ১০ নম্বর জার্সি পরে পতাকা হাতে নিয়েও উদযাপন করেছিল তারা। সে দৃশ্য নজর কেড়েছিল মেসি-ম্যারাডোনাদের দেশের সংবাদ মাধ্যমগুলোরও। এবার লিওনেল মেসি জানিয়েছেন নজর এড়ায়নি তাঁরও। বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের সমর্থন তিনিও উপভোগ করেছেন। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম “দারিও ওলেকে” তিনি এমনটাই জানিয়েছেন।

“হ্যা আমি সবকিছুই দেখেছি (বাংলাদেশের সমর্থন)। ফাইনালের আগে সবাই জার্সি পরা ছিল। বিশ্বের সব জায়গায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি দেখতে পাওয়াটা সত্যি চমৎকার”-দারিও ওলেকে তিনি বলেছেন

গত ১৮ ডিসেম্বর ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বাংলাদেশ। তবে রাজধানী ঢাকাতে সে চিত্রটা ছিল একটু বেশি জমজমাট। মেসিদের ট্রইবেকারে ৪-২ গোলে জয়ের পর আর্জেন্টাইন সমর্থকরা বের হন র‌্যালি নিয়ে। আর্জেন্টিনার জার্সি গায়ে, পতাকা হাতে গলা ফাটান আনন্দ শোভাযাত্রায়।

এরই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ও সে দেশের মানুষের কাছে পৌছে যায় বাংলাদেশের সমর্থনের কথা। আর্জেন্টিনার মানুষও প্রতিদান দিয়েছে তার। ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতার পর অভিনন্দন জানিয়েছিল তারা।

Advertisement
Share.

Leave A Reply