fbpx

বাঙালির প্রথম পতাকা উত্তোলনের দিন আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজের রাষ্ট্র চেয়েছিল বাঙালি। ৭১ এর মার্চে এ প্রসব যন্ত্রণা তীব্রতর হয়ে ওঠে। রাজনীতির চালিকা শক্তি হয়ে ওঠে তখন ছাত্ররা। ২ মার্চ ছাত্রলীগ নেতা শিবনারায়ণ দাশের নকশাকৃত জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব। এটি সবুজ বাংলার প্রকৃতির সঙ্গে শহীদদের রক্তের লাল বৃত্ত ও ভূখণ্ডের নকশামন্ডিত ছিল। রক্তাক্ত জনযুদ্ধ শেষে স্বাধীনতার পরে এ পতাকায় পরিবর্তন আনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণে ছাত্ররাই ওড়ায় লাল সবুজের প্রথম নিশান। দিনটি তাই অক্ষয় জাতির ইতিহাসে।

বাঙালির প্রথম পতাকা উত্তোলনের দিন আজ

বাঙালির প্রথম পতাকার নকশাকার শিবনারায়ণ দাশ। ছবি : ফেসবুক

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হচ্ছে। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন করা হয়।

এদিকে দিনটি উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে মঙ্গলবার বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় পতাকা শোভাযাত্রা শুরু হবে।

এছাড়া বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনাসভা করবে জেএসডি। আলোচনাসভায় স্মৃতিচারণ করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

আলোচনায় অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ সিরাজ মিয়া, বেগম তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply