fbpx

বিনা মূল্যে ভারতের টুরিস্ট ভিসা পাবে ৫ লাখ পর্যটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। আর ভারতে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সে দেশের অর্থনীতিতেও বিরাট ধস নেমেছে। এমন পরিস্থিতিতে দেশটির পর্যটন শিল্পকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত।

দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, তারা ৫ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে টুরিস্ট ভিসা দেবে। তবে এই সুবিধা কেবল একজন পর্যটক একবারই পাবেন। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের খবরে এমনটাই জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনা পরিস্থিতিতে বর্তমানে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত থমকে আছে। তবে ধীরে ধীরে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমতে শুরু করেছে। ফলে শীঘ্রই আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।’

ফলে বিদেশি পর্যটকরা বিনামূল্যেই ভারতে বেড়াতে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনো ভিসা ফি দিতে হবে না।
২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা পাবেন বিদেশি পর্যটকরা। তবে পাঁচ লাখ ভিসা প্রদান করা হলে, সেই পর্যন্তই কেন্দ্রের এই সুবিধা কার্যকর হবে।

Advertisement
Share.

Leave A Reply