fbpx

বিশ্বকাপের এক বছর, কোথায় আছে আর্জেন্টিনা ফুটবল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের আজ এক বছর। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। এই এক বছর পর কী অবস্থায় আছে আর্জেন্টিনা ফুটবল! কতটা মনের খোড়াক জোগাতে পেরেছে ভক্তদের?

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২-এর ১৮ ডিসেম্বর ৩৬ বছর পর ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসি তাঁর আজন্ম লালিত স্বপ্ন পূরণ করেছেন শিরোপা জিতে।

২০২২ বিশ্বকাপের শুরুর ম্যাচটি অবশ্য আর্জেন্টিনার ভক্তদের জন্য দুঃস্বপ্নের মতো ছিলো। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে তাদের বিশ্বকাপ শুরু করেছিলো আলবিসেলেস্তেরা। যা ছিল বিশ্বকাপের অন্যতম অঘটন। তা নিয়ে কম কথা শুনতে হয়নি বিশ্বব্যাপী আর্জেন্টাইন ভক্তদের।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে। টানা ৬ ম্যাচ জিতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।

বিশ্বকাপের এক বছর, কোথায় আছে আর্জেন্টিনা ফুটবল

মেসি একাই ৭ ম্যাচে করেন ৭ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল-প্রতিটি রাউন্ডেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরস্কার (গোল্ডেন বল) জয়ের কীর্তি গড়েন মহাতারকা মেসি।

বিশ্বকাপ জয়ের পর বিগত এই এক বছরে আর্জেন্টিনা আরও দুর্দান্ত, ধরা ছোঁয়ার বাইরে থেকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে প্রীতি ম্যাচসহ ১০ ম্যাচ খেলে আকাশি-নীলরা জিতেছে ৯ ম্যাচ, হেরেছে ১ ম্যাচে। আলবিসেলেস্তেরা গোল করেছে ২১ টি, বিপরীতে গোল হজম করেছে ২ টি। বিশ্বজয়ের ৩ মাস পর এ বছরের ২৪ মার্চ মনুমেন্তালে প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায়। মেসি করেন ১ গোল।

বিশ্বকাপের এক বছর, কোথায় আছে আর্জেন্টিনা ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বে এ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশি-নীলরা। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট এখন স্কালোনির দলের।

২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার পারফরম্যান্স:
প্রতিপক্ষ: পানামা; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: কুরাসাও; ৭-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: ইন্দোনেশিয়া; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: ইকুয়েডর; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: বলিভিয়া; ৩-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: প্যারাগুয়ে; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: পেরু; ২-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: উরুগুয়ে; ২-০; জয়ী: উরুগুয়ে; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: ব্রাজিল; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই

Advertisement
Share.

Leave A Reply