fbpx

শেষ হলো বিশ্ব ইজতেমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হলো। আজ রোববার (২২ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় হাত তোলেন।

আজ ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা মুরসালিন, এর মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার শেষ দিনের কার্যক্রম। সাড়ে ৯টার দিকে হেদায়েতি বয়ান শুরু করেন তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। মোনাজাতও পরিচালনা করেন তিনি।

গত ২০ জানুয়ারি শুরু হয় ইজতেমার এ পর্ব। আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে থাকে শনিবার থেকেই।

করোনা মহামারীর কারণে গত দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ফলে এ বছর স্বাভাবিকভাবেই বিদেশী মেহমানের সংখ্যা অন্যবারের তুলনায় বেশি। দ্বিতীয় পর্বে শনিবার পর্যন্ত সৌদি আরব, ভারত, পাকিস্তান, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ৬১টি দেশের প্রায় সাত হাজার ৭২৫ জন বিদেশী মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply