fbpx

বিসিএলের প্রথম দিনে প্রাপ্তি, ‘সাদমানের সেঞ্চুরি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বল হাতে মোহাম্মদ শরীফুল্লাহ, শতক থেকে দুই রান দুরত্বে সাদমান ইসলাম। লং অফ দিয়ে চার মেরে সেঞ্চুরি, অনেক সময় পর অবশেষে সাদমানের জন্য স্বস্তি পাবার মতো একটা ইনিংস! বাংলাদেশ ক্রিকেট লিগে নিজের প্রথম ইনিংসেই বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে দেখা পেলেন শতকের, প্রথম শ্রেণির ক্রিকেটে ১১তম শতক!

জাতীয় দল থেকে বাদ পড়ার প্রায় এক বছর, এই সময়ে আলাদা করে বলার মতো ইনিংস ছিল শুধুই একটা, ডিসেম্বরে সিলেটের মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৯৩* রানের ইনিংসটাই। শরীফুল্লাহকে লং অফ দিয়ে চার মেরে শুধু শতকই পূরণ করেননি সাদমান, জাতীয় দলের নির্বাচকদেরও দিতে পেরেছেন ধারাবাহিকভাবে রান করার বার্তা।

এছাড়াও রানের দেখা পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। সৌম্য সরকারের বলে আউট হওয়ার আগে খেলে গেছেন ৫০ রানের ইনিংস। এরপর বেশিক্ষন টিকে থাকতে পারেননি সাদমান। দলীয় ২৫০ রানে আউট হওয়ার আগে খেলে যান ১৩০ রানের ইনিংস। মূলত, সাদমান-রাব্বির ব্যাটে ভর করেই প্রথমদিন শেষ করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। দিন শেষে করেছে ৭ উইকেটে ২৮১ রান। বিসিবি মধ্যঞ্চলের হয়ে ৩ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

দিনের অন্য খেলায় প্রথমদিন শেষে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে বিসিবি উত্তরাঞ্চল করেছে ৬ উইকেটে ২৮৮ রান। টস হেরে ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায় উত্তরাঞ্চল। দিনের প্রথম ওভারের প্রথম বলেই আউট হন তৌফিক খান তুষার। তবে এরপর তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়ের ৯০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। দলীয় ৯১ রানে তামিম ও ৯৭ রানে জয় আউট হলে আবারও বিপদে পড়ে উত্তরাঞ্চল। তবে অধিনায়ক নাঈম ইসলামের আপরাজিত ৭৫* রানের ইনিংসে ভালোভাবেই দিন শেষ করেছে বিসিবি উত্তরাঞ্চল। ইসলামি ব্যাংকের হয়ে আবু জায়েদ রাহি নিয়েছেন ৩ উইকেট।

Advertisement
Share.

Leave A Reply