fbpx

বুরকিনা ফাসোতে সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি সোনার খনিতে বিস্ফোরণে নিহত হয়েছে প্রায় ৬০ জন। আহত হয়েছে আরও অনেকে। সোমবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রদেশ পনিতে এই দুর্ঘটনা হয়। বুধবার এই খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায়নি- জানিয়েছেন স্থানীয় হাই কমিশনার অ্যান্তেনিও দুয়ামবা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণে আশেপাশের গাছ ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অনেক মৃত দেহ মাটিতে পড়ে আছে।

এটা কী ধরনের সোনার খনি ছিল তা এখনও জানা যায়নি। বুরকিনা ফাসোতে বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির পরিচালিত সোনার খনি রয়েছে। এছাড়াও শতশত ছোট খনি রয়েছে যার অনেকগুলোই অনুমতি ছাড়া ও অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব খনিতে শিশু শ্রমিকরাও কাজ করে থাকে। দেশটিতে খনিতে প্রায়ই এমন দুর্ঘটনা হয়।

Advertisement
Share.

Leave A Reply