fbpx

বুড়িগঙ্গা পুনর্দখল, চলছে উচ্ছেদ অভিযান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুড়িগঙ্গা পাড়ের পুর্নদখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শ্যামবাজার থেকে অভিযান শুরু হয়। অভিযান চলাকালে ফরাসগঞ্জে বাগ্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অভিযানে অন্তত ৩০টি টিনের তৈরি স্থাপনা ভাঙা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এ ছাড়া ঢাকা নদীবন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী, বিআইডব্লিউটিএর উপপরিচালক এহসানুল হক সহকারী পরিচালক রেজাউল করিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে রয়েছেন।

স্থানীয়রা জানান, ফরাসগঞ্জ এলাকায় একটি ছয়তলা ভবনটির অবৈধ অংশ ভাঙা শুরু হলে ভবনে থাকা ভাড়াটেরা কর্মকর্তাদের ওপর চড়াও হন। তারা জানান, এই ভবনের মালিক উচ্ছেদের কথা তাদের জানাননি।

 

Advertisement
Share.

Leave A Reply