fbpx

বৃদ্ধ শাকিবের প্রশংসায় ভক্তরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকাই চলচ্চিত্রের মহাতারকা বলা হয় তাকে। দেড় দশকেরও বেশি সময় আছেন রুপালি পর্দার হিরো হয়ে। যদিও কিং খান হিসেবে তার উত্থান ২০০৭ সালের পর থেকে।

শাকিব মানেই ফিল্ম ইন্ডাস্ট্রি! তাকে ঘিরেই এখনো টাকা লগ্নি হয়, ব্যবসার বীজ বোনেন প্রযোজক-হল মালিক’রা।

দুই যুগের ক্যারিয়ার হলেও রাজার হালে ১৫ বছর ধরে সাফল্যের সঙ্গে সিংহাসনে বসে আছেন শাকিব। ব্যবসায়িক সাফল্য থেকে হলে হলে উপচে পড়া ভিড় দেখা যায় তার ছবিতে। এজন্য প্রযোজক-পরিচালকের কাছে ভরসার নাম শাকিব। তিনি থাকলেই যেন, ছবি হিট! তাকে ভালোবেসে কেউ কেউ বলেন ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, মেগাস্টার।

অনেকে নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাকিব বহাল তবিয়তে রাজার আসেন বসে আছেন। বাংলা ছবির নায়কের রাজত্বে। সেই প্রমাণ মিললো আরও একবার।

ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’য় শাকিবের ফার্স্টলুক। যেটা নিয়ে আলোচনার রেশ না কাটতেই ৮০ বছরের এক বৃদ্ধের চেহারায় দেখা গেছে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ককে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রিয়তমা’র একটি পোস্টার প্রকাশ করেছেন শাকিব। যেখানে ৮০ বছরের এক প্রবীণের চরিত্রে দেখা গেছে তাকে।

সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। জীবন সায়হ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন। শাকিবের এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। মূহুর্তের হয়েছে শাকিবের সেই লুক ভাইরাল। প্রশংসার বন্যায় ভাসছে সহকর্মী থেকে শুরু করে সমালোচকের ফেসবুকের টাইমন লাইনে।

বৃদ্ধ শাকিবের প্রশংসায় ভক্তরা

ছবিটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় ১ লাখ ৬৭ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। যেখানে ‘ওয়াও’ রিয়েক্টের সংখ্যা প্রায় ৫০ হাজার। বোঝাই যাচ্ছে, ঢালিউড সুপারস্টারের প্রবীণ এই লুক সকলকে অবাক করেছে।

গেল কদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে দুর্দান্ত অ্যাকশন অবতারে শাকিব খান হাজির হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। তার নতুন এই বয়স্ক লুক দেখে ভক্তরা থেকে সমালোচকরাও মুগ্ধ হয়েছেন। এ কারণে ঈদে মুক্তি পেতে যাওয়া সবগুলো ছবির মধ্যে প্রিয়তমা নিয়ে বাড়লো আরও আগ্রহ!

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’ ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।এতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও পরিচালক হিমেল আশরাফ।

Advertisement
Share.

Leave A Reply