fbpx

বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা পাচ্ছেন সৌদি-কুয়েতগামীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর সাতটি টিকাদান কেন্দ্রে তাদের টিকা দেওয়া হবে বলে মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমকে জানান তিনি।

তিনি বলেন, ‘প্রবাসী শ্রমিকদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতেই এই পদক্ষেপ। ফাইজারের টিকা নিয়ে গেলে কুয়েত ও সৌদি আরবে কোয়ারেন্টিন করতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিনের জন্য বাংলাদেশি ৭০ হাজার টাকা খরচ করতে হয় প্রত্যেকের পেছনে।‘

প্রবাসী শ্রমিকদের খরচ বাঁচাতে তাই তাদের ফাইজারের দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘এটা মাননীয় প্রধানমন্ত্রীরও সিদ্ধান্ত। আমাদের বিদেশে কর্মরত শ্রমিক যারা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন তাদেরকে এই টিকা দেওয়ার জন্য।‘

টিকাদান প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের যে তালিকা দিচ্ছে, সেই তালিকা  অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করছি। ঢাকার সাতটি হাসপাতালে এই টিকা দেওয়া হবে। আগামী পরশুদিন থেকে এই টিকা দেওয়া শুরু হবে।‘

যে সাতটি হাসপাতালে এই টিকা দেওয়া হবে, সেগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

Advertisement
Share.

Leave A Reply