fbpx

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও গবেষণা কাজে গুরুত্ব দিতে হবে’  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়কেও গবেষণা কাজে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শিক্ষার্থদের চাকরি করার মানসিকতা ত্যাগ করে চাকরি দেয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য নানামুখি সুযোগ উন্মুক্ত করে রেখেছে’।

পাশাপাশি তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেয়ার প্রতিও তাগিদ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের প্রজন্ম মাদক,সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে। তাদেরকে এসব অপরাধ থেকে দূরে থাকতে  হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফর সাদেক।

Advertisement
Share.

Leave A Reply