fbpx

ব্রাজিলে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভ্যাকসিন কর্মসূচির ধীর গতির কারণে ব্রাজিলে সংক্রমণ আরও বাড়তে পারে।

দেশটির স্বাস্থ্য ইন্সটিটিউট ফিওকরাজ বলছে, দেশের মাত্র ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেয়া হয়েছে। এছাড়া অর্থনীতির অজুহাত দেখিয়ে দেশটিতে সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলারও পক্ষে নয় বলসোনারো সরকার।

কিছুদিন আগেই স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনতে হয়েছিল খোদ প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে।

ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৫ লাখ লাখেরও বেশি।

বিশ্বে করোনায় প্রাণহানিতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এর পরেই রয়েছে ভারত।

Advertisement
Share.

Leave A Reply